অনলাইনে ই-নামজারি সর্ম্পকে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে মনপুরায় প্রশিক্ষণ কর্মশালা

ভোলার মনপুরায় ভূমি আইন ও অনলাইনে ই-নামজারি সর্ম্পকে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি ও ছাত্র-ছাত্রীরা এই কর্মশালায় অংশগ্রহন করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় উপজেলার অফিসার ক্লাবের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞার সভাপতিত্বে প্রধানর অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রহমান রাশেদ মোল্লা, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, মনপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিটু ভূঁইয়া, মনপুরা সরকারি ডিগ্রী কলেজেরে অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন মিয়া, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, হাজীরহাট হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোঃ মোসলেহউদ্দিন সহ ইউপি সদস্যগণ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।