তোফায়েল আহমেদসহ বিভিন্ন মহলের শোক

ভোলা পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামানের পিতা আর নেই

ভোলা পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব মনিরুজ্জামানের পিতা বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা, সাবেক জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমদের ভগ্নিপতি আসাদুজ্জামান (৭৮) আর নেই (ইন্নালিল্লাহি——রাজিউন)। তিনি সোমবার (১৯ জুলাই) রাত পৌনে ৯ টায় ঢাকা হাই কেয়ার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। সর্বশেষ ২ দিন আগে তার ৩ বার হার্টএ্যাটক হয়। মঙ্গলবার (২০ জুলাই) আছরবাদ ভোলা ঈদগাহ মাঠে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে আসাদুজ্জামানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভোলা উকিল পাড়া এলাকাসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু, সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ, সাধারণ সম্পাদক আসিব মাহমুদ হিমেল।
এদিকে আরো শোক প্রকাশ করেছেন, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, আবু নোমান মোহাম্মদ সফিউল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। হিন্দু-বৈদ্য-খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অবিনাষ নন্দি।
বীরমুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক এম এ তাহের, সাবেক অধ্যক্ষ এম ফারুকুর রহমান, ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বাংলারকণ্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান, আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী মোবাশ্বির উল্লাহ চৌধুরী, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, মুক্তিযোদ্ধা ও বাসস ভোলা প্রতিনিধি মাহাবুবুর রহমান নিরব মোল্লা, দৈনিক দক্ষিণ প্রান্ত সম্পাদক এডভোকেট নজরুল হক অনু, এটিএন বাংলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন, মোকাম্মেল হক মিলন, খবরপত্র প্রতিনিধি এম. ওমর ফারুক, সাবেক প্রেসক্লাব সম্পাদক সামস-উল-আলম মিঠু, চ্যানেল আই প্রতিনিধি হারুন-উর-রশিদ, আরটিভি প্রতিনিধি অমিতাভ রায় অপু, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, ভোলা দর্পণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, এনটিভি প্রতিনিধি আফজাল হোসেন, নয়াদিগন্ত প্রতিনিধি এডভোকেট শাহাদাত হোসেন শাহীন, আজকের পত্রিকা প্রতিনিধি শিমুল চৌধুরী, খোলা কাগজ প্রতিনিধি আব্দুস সহিদ তালুকদার, সমকণ্ঠ ডটকম এর সম্পাদক আল-আমিন শাহরিয়ার, দ্বীপকণ্ঠ ডটকম এর সম্পাদক ইউনুছ শরীফ, সময় টিভি প্রতিনিধি নাছির উদ্দিন লিটন, জনকণ্ঠ প্রতিনিধি হামিদুর রহমান হাসিব, কালবেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, যমুনা টিভি’র স্টাফ রিপোর্টার এইচ এম জাকির, যুগান্তর প্রতিনিধি এম হেলাল উদ্দিন, মানবজমিন প্রতিনিধি মনিরুল ইসলাম, একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, দেশ টিভি প্রতিনিধি ছোটন সাহা, ৭১ টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, দৈনিক ভোলা টাইমস্ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, আমাদের ভোলা ডটকম সম্পাদক ইয়াছিনুল ইমন, ভোলার সংবাদ ডটকম সম্পাদক ফরহাদ হোসেন, ঢাকা পোষ্ট ভোলা প্রতিনিধি রাকিব উদ্দিন অমি, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু, ইনকিলাব প্রতিনিধি জহিরুল ইসলাম, জার্নালিষ্ট ফোরাম ভোলা এর সভাপতি শাহীন কাদের, সম্পাদক এম রহমান রুবেলসহ ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, ব্যবসায়ীবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।