চরফ্যাশনের দক্ষিণ আইচায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

ভোলার চরফ্যাশনে মরা সুপারি গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে সালেয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো ৪ জন। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে দক্ষিণ আইচা থানা উত্তর চরমানিকা ২ নম্বর ওয়ার্ডে মীরা বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, কাঞ্চন বদ্দি নিজ ঘরের পাশে মরা সুপারি গাছ কাটার সময় বিদ্যুৎ স্পর্শে হয়ে তার শাশুড়ী সালেয়া বেগমের মৃত্যু হয়। এ সময় সালেয়া বেগমকে উদ্ধার করতে আসলে একই বাড়ির আরো ৪ জন আহত হয়। আহত ৪ জনকে স্থানীয় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কাঞ্চন বদ্দির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চরফ্যাশন ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়। সালেয়া বেগম উত্তর চরমানিকা ২ ওয়ার্র্ডের মৃত ফজর আলীর স্ত্রী।
সালেয়া বেগমের স্বজনরা জানান, উত্তর চরমানিকা মীরা বাড়ির কাঞ্চন বদ্দি তার পাকের ঘরের পাশে মরা সুপারি গাছ কাটার সময় বিদ্যুৎ তারের ওপর সুপারি গাছ পরে বিদ্যুৎয়িত হয়ে সালেয়া বেগম মারা যান। এ সময় তাকে উদ্ধার করতে আশা একই বাড়ির কাঞ্চন বদ্দি, ইব্রাহিম খাঁন, সিদ্দিক খাঁন এবং জোছনা বেগম আহত হয়। পরে বাড়ির লোকেরা বিদ্যুৎ অফিসে ফোন করলে বিদ্যুৎ বন্ধ করলে স্থানীয়রা সালেয়া বেগমের মরদেহ উদ্ধার করে।
দক্ষিণ আইচা থানার (ওসি) হারুন অর রশিদ বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।