প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৪ এপ্রিল ২০২১ তারিখের দৈনিক ভোলার বাণী, আজকের অগ্রবাদী সহ কয়েকটি পত্রিকা ও অনলাইনে “তজুমদ্দিনে কিনা জমির দলিল চাওয়ায় ঘরে ডুকে গৃহবধুকে নির্যাতন” শিরোনামের সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদের একাশে অহেতুকভাবে আমাকে জড়ানো হয়েছে। আমি কোন ভাবেই এ ঘটনায় সাথে জড়িত নহে। বরং জনপ্রতিনিধি হিসেবে বিরোধ মিমাংশা করাই ছিল আমার চেষ্টা।
প্রকৃত পক্ষে জমি বেচা কেনা নিয়ে কমলা বেগমের সাথে পিতাঃ নাছির উদ্দিন মাঝির এবং জামাই মোঃ নিরবের জমি কেনার টাকা পয়সা লেনদেন নিয়ে জামেলা চলছিল। যে বিষয়ে নাছির মাঝির সাথে মেয়ে জামাইয়ের ঝগড়া ও উত্তেজনা হয়। এ বিষয়ে নাছির মাঝি বাদী হয়ে ২৪ এপ্রিল সন্ধ্যায় তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরবর্তীতে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তদন্ত করেন।
অথচ আমার প্রতিপক্ষ প্রার্থীর প্ররোচনায় আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে আমার বিরুদ্ধে অপ-প্রচার করে। আমি এই ধরনের উদ্দেশ্য মূলক অপ প্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

বিনীত
মোঃ সিরাজ উদ্দিন
ইউপি সদস্য ৮ নং ওয়ার্ড
চাদঁপুর, তজুমদ্দিন, ভোলা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।