সর্বশেষঃ

দৌলতখানে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

দৌলতখানে ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই এসোসিয়শনের উদ্যোগে এ কম্বল (শীত বস্ত্র) বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অ্যালামনাই এসোসিয়শনের স্থানীয় কমিটির সভাপতি আবু তাহের রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ডঃ প্রফেসর নুরুল ইসলাম নাজেম।

এসময় উপস্থিত ছিলেন দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, দৌলতখান উপজেলা সাবেক (প্রাইমারীর) শ্রেষ্ঠ শিক্ষক আলী হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম নবী নবু, অ্যালামনাই এসোসিয়শনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাহিউদ্দিন পলাশ । অনুষ্ঠানে বক্তারা বলেন,‘ আজেকর শিক্ষার্থীরা আগামী দিনর জাতি গঠেনর কারিগর। তাই প্রতিটি শিক্ষার্থীকে মনোযোগ দিয়ে পড়াশুনা করেত হেব। দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালেয়র অনেক শিক্ষার্থী বর্তমানে অনেক সরকারি ও বেসরকারি উচ্চ পর্যায়ে কর্মরত থেক দেশর মূখ উজ্জল কেরছ। তাই তোমাদেরকেও ভালভাবে পড়াশুনা করে মানুষের মত মানুষ হতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাখাওয়াত হোসেন সোহাগ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।