প্রকাশিত সংবাদের প্রতিবাদ
দৈনিক আজকের ভোলা পত্রিকায় গত ১৫ অক্টোবর তারিখে “ভোলায় পূর্ব শত্রুতার জের ধরে সাবেক মেম্বারের ছেলেকে ফাসানোর চেষ্টা” শীর্ষক শিরোনামে একটি সংবাদ ছাপা হয়, যা আমাদের দৃষ্টিগোচর হয়।
প্রকৃত ঘটনা হলো, চরনোয়াবাদ মৌজার ৬০৩ খতিয়ানের ২২৬৯, ২২৭০, ২২৫৭ দাগের ৮৫ শতাংশ জমি ক্রয়সুত্রে আমরা দখল নিযুক্ত আছি ৭৯ শতাংশ। ৬ শতাংশ আমাদের কম থাকার কারণে বিজ্ঞ আদালতে মামলা রুজু করি, যার নং-২৩১০/২০২০। যা বর্তমানে চলমান রয়েছে।
স্থানীয় মৃত নূরুল ইসলাম মেম্বারের ছেলে মোঃ কামাল উদ্দিনের কু-দৃষ্টি পড়ে আমাদের সম্পতির উপর। সে বিভিন্নভাবে আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। বিষয়টি নিয়ে আমারা স্থানীয়ভাবে মিমাংশার চেষ্টা করেছি, কিন্তু তাদের পেশী শক্তির কারণে আগাতে না পেরে আদালতে মামলা দায়ের করি। আমাদের বিরুদ্ধে যে সংবাদ ছাপা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ কামাল হোসেন
পিতা- হাজ্বী ওমর ফারুক
মোঃ শামিম
পিতা- মৃত আব্দুল হক
মোঃ মান্নান
পিতা- মৃত মন্তাজ উদ্দিন
মোঃ রাসেল
পিতা- মন্নান
সর্ব সাং- ৮নং ওয়ার্ড, দক্ষিণ চরনোয়াবাদ
বাপ্তা, ভোলা সদর, ভোলা।