ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর সেই রিমার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রবাসী কাশেম

প্রবাসী হাজী আবুল কাশেম।। ফাইল ছবি

ভোলার দিনমজুরের মেয়ে রিমা চিকিৎসা হচ্ছে না ২০ হাজার টাকার জন্য এই শিরোনামে বহুল প্রচারিত ভোলার বাণীসহ বিভিন্ন অনলাইনে সংবাদ প্রকাশের পর সেই রিমার চিকিৎসার দায়িত্ব নিলেন উত্তর দিঘলদীর কৃতি সন্তান দানশীল হাজী আবুল কাশেম।
প্রবাসী আবুল কাশেম ভোলার বাণীর স্টাফ রিপোর্টার ইয়ামিন হোসেন এর সাথে কথা বলে ২০ হাজার টাকা দিয়েছেন।
ইয়ামিন হোসেন জানান,ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর প্রবাসী আবুল কাশেম মোবাইল ফোনে আমার সাথে যোগাযোগ করে ২০ হাজার টাকা দিয়েছে। এছাড়া ও তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোষ্ট দেখে ভোলাসহ বিভিন্ন জায়গায় দান করে যাচ্ছেন।
প্রবাসী আবুল কাশেম বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য সব সময় মন কাঁদে চেষ্টা করি নিজের পরিশ্রমের অর্থ থেকে সামর্থ্যানুযায়ী মানুষের উপকার করার ।
কোন স্বার্থে নয় শুধু আল্লাহ্ কে খুশি করার জন্যই ।
ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সরদার নজরুল ইসলাম সুমন ও উপদেষ্টা কবির হোসেন ফারুক তত্ত্বাবধানে অসুস্থ্য রিমার চিকিৎসা হবে ঢাকায় ইনশাল্লাহ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।