সর্বশেষঃ

দান করবে কিন্তু অপচয় করবে না

মুগীরা ইবনে শু’বাহ (রাঃ)-এর কাতিব ওয়াররাদ (রাঃ) হতে বর্ণিত যে, মু’আবিয়া (রাঃ) মুগীরা ইবনে শু’বাহ (রাঃ)-কে চিঠি লিখলেন যে, আপনি আমার কাছে একটি হাদীছ লিখে পাঠান, যা আপনি রসূলুল্লাহ (সাঃ) থেকে শুনেছেন। বর্ণনাকারী বলেন, তখন মুগীরা ইবনে শু’বাহ (রাঃ) তাঁর কাছে লিখে পাঠালেন, আমি নিশ্চয়ই নবী (সাঃ)- কে সলাত থেকে ফিরার সময় বলতে শুনেছি। লা-ইলাহা-ইল্লাল্ল-হু অহদাহু লা-শারীকালাহূ, লাহুল মুলকূ অলাহুল হামদূ, অহুয়া কুল্লী শাইয়ীন ক্বদীর”। অর্থাৎ- (আল্লাহ্ ব্যতীত কোন মাবূদ নেই। তিনি একক ও অদ্বিতীয়, তাঁর কোন শরীক নেই। রাজত্ব তাঁরই এবং হামদ তাঁরই।তিনি সবার ওপর শক্তিমান)। আর তিনি নিষেধ করেছেন, অনর্থক কথা নিয়ে বাদানুবাদ করা হতে, অধিক প্রশ্ন করা হতে, মালের অপচয় করা হতে, আর নিষেধ করেছেন, কৃপণতা ও ভিক্ষা বৃত্তি হতে, মাতা-পিতার অবাধ্যতা এবং কন্যাদেরকে জীবন্ত প্রোথিত করা হতে। (সহীহুল বুখারী-৬৪৭৩; ইঃফাঃ/৬০২৯; আঃপ্রঃ৬০২৩)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।