সর্বশেষঃ

গোপন দান আল্লাহ্’র নিকট অধিক পছন্দনীয়

আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সাঃ) বলেছেন, সাত ব্যক্তিকে আল্লাহ্ তা’আলা এমন একদিন (কিয়ামতে’র দিন) তাঁর আরশের ছায়ায় আশ্রয় দিবেন, যে দিন তাঁর ছায়া ছাড়া অন্য কোন ছায়া অবশিষ্ট থাকবে না। (১) ন্যায়পরায়ণ ইমাম (জনগণের নেতা)। (২) ঐ যুবক, যে আল্লাহ্ তা’আলার ইবাদাতে মশগুল থেকে বড় হয়েছে। (৩) সে ব্যক্তি, যার অন্তর মাসজিদের সাথে লেগে রয়েছে (অর্থাৎ জামা’ আতের সাথে সলাত আদায়ে যত্নবান), হতে বের হওয়া থেকে নিয়ে পূনরায় ফিরে আসা পর্যন্ত মাসজিদের সাথে সংলগ্ন থাকে। (৪)সে দু’ব্যক্তি যারা একমাত্র আল্লাহ্’র সন্তষ্টির উদ্দেশ্যে একে অপরকে ভালবাসে ও পরষ্পর মিলিত হয় এবং এ জন্যই (পরষ্পর) বিচ্ছিন্ন হয়। (৫) যে ব্যক্তি’ কে কোন অভিজাত এবং সুন্দরী রমণী (ব্যভিচারের জন্য) আহ্বান জানায় আর তার জবাবে সে বলে, আমি আল্লাহ্’কে ভয় করি। (৬) যে ব্যক্তি এতটা গোপনে দান করে যে, তার ডান হাত কি দান করে তার বাম হাত টের পায় না। (৭) যে ব্যক্তি একাকি বসে আল্লাহ্’কে স্মরণ করে আর তার চোখ দু’টো (আল্লাহ্’র ভয় ও ভালবাসায়) অশ্রুপাত করে। ( সহীহুল বুখারী/১৪২৩; সহীহ মুসলিম/১০৩১)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।