সর্বশেষঃ

একটি দল চিরদিন হকের উপরে বিজয়ী থাকবে

রসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আমার উম্মাতের মধ্যে একটি দল থাকবে যারা হক পথে থাকবে, বিজয়ী থাকবে এবং যারা তাদের বিরোধীতা করবে তারাতাদের কোনো ক্ষতি করতে পারবে না,যতক্ষন পর্যন্ত না আল্লাহ্ আজ্জাহ ওয়া জাল-এর আদেশ এসে পৌঁছায়’।
আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (সাঃ)-কে প্রশ্ন করা হয় যে, এই আয়াতে আল্লাহ’র বন্ধু বলতে কাদেরকে বুঝানো হয়েছে ? তিনি (সাঃ)বললেন, ‘সে সব লোককে যারা একান্তভাবে আল্লাহ্’র উদ্দেশ্যে নিজেদের মধ্যে ভালবাসা পোষণ করে, কোনো পার্থিব উদ্দেশ্য এর মধ্যে থাকেনা। (তাফসীরে মাযহারী)।
রসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “আল্লাহ্ তা’আলা বলেন, আমার মর্যাদার খাতিরে যারা পরষ্পরের মধ্যে ভালবাসা স্থাপন করে, তাদের জন্য (পরকালে) নূরের এমন সুউচ্চ মিনার হবে যে, তাদের জন্য নাবী এবং শহীদগণও ঈর্ষা করবেন। (তিরমিযী)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।