সর্বশেষঃ

চরফ্যাশনে বাল্যবিয়ের অপরাধে ৩ জনের কারাদন্ড

ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুরে বাল্যবিয়ের অপরাধে বর রাকিব (৩০) কে ২ বছর, কনের বাবা মোকশেদ আলম (৪৫) কে দেড় বছর, বরের ভগ্নিপতি হাবিবুর রহমান (৩৫) কে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন দণ্ডাদেশ দেন।
সূত্রে জানা যায়, শুক্রবার ১০ জুলাই হাজারী গঞ্জ ইউনিয়নে একটি বাল্য বিয়ের আনুষ্ঠানিকতা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা শশীভূষণ পুলিশকে ঘটনাস্থলে পাঠান৷ তারা কনের বাড়ি থেকে তিনজনকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। আটককৃতরা হলেন- হাজারী গঞ্জ ৩ নং ওয়ার্ড নুরুল ইসলাম ছেল বর-রাকিব (৩০) জাহানপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের আইয়ুব আলী ছেলে কনের বাবা- মোকশেদ আলম (৪৫)৷ জাহানপুর ৮নং ওয়ার্ডের আবু হানিফের ছেলে বরের ভগ্নিপতি- হাবিবুর রহমান (৩৫)। তাদের বাল্যবিয়ের ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় ভ্রাম্যমাণ আদালত বর রাকিবকে ২ বছর, কনের পিতা মোকশেদ আলমকে ১বছর ৬ মাস, বরের ভগ্নিপতি আবু হানিফ কে ৬ মাসের কারাদণ্ড দেন৷

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।