ভোলায় নতুন আরও ১০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৩৪৫

ভোলায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৫ জনে। এদের মধ্যে ১৪১ জন ইতিমধ্যেই সুস্থ্য হয়েছেন। সোমবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর এতথ্য নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় মাধ্যমিক স্কুলের এক প্রধান শিক্ষকসহ ৭ জন, দৌলতখানে ১ জন, তজুমদ্দিনে ১ জন ও চরফ্যাসনে ১ জন রয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৩৪৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৪১ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৫৫ জনের মধ্যে সুস্থ ৬০ জন। দৌলতখানে আক্রান্ত ২৭ জনের মধ্যে সুস্থ ৮ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৪৩ জনের মধ্যে সুস্থ ২১ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ২১ জনের মধ্যে সুস্থ ৩ জন, লালমোহনে আক্রান্ত ৩৮ জনের মধ্যে সুস্থ ১৭ জন, চরফ্যাশনে আক্রান্ত ৪৩ জনের মধ্যে সুস্থ ২৩ এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ৯ জন।এদিকে আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৪ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, নতুন করে আরও ৩৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৫০৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো। এর মধ্যে ৪৭৩৬ জনের হোম কোয়ারেন্টাইন সমাপ্ত হয়েছে। বর্তমানে আছেন ৩১৯ জন। আইসোলেশনে আছে ১৪ জন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।