প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২৬ এপ্রিল শনিবার দৈনিক আজকের ভোলা ও দৈনিক ভোলার বাণী পত্রিকায় “তজুমদ্দিনে কোটি টাকার আয়রন ব্রিজ নির্মাণে ব্যাপক অনিয়ম” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাদের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মনির আহমেদ সম্পর্কে অনিয়মের অভিযোগ এনে যেসব কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠান গত ১২ মার্চ আয়রন ব্রিজটি নির্মাণের কাজ শুরু করে। যা স্বচ্ছতার সাথে চলমান আছে। উক্ত কাজের প্রকল্প ইঞ্জিনিয়ার নিজেই কাজের তদারকি করেন। ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে সেখানে কোন অনিয়ম ও দুর্নীতি করার প্রশ্নই উঠে না। কাজের অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে কর্মকর্তা ও ইঞ্জিনিয়ার সরেজমিন তদন্ত করেন। কাজের তদন্ত করে তারা কোন ধরনের ত্রুটি খুঁজে পাননি। যা ওই কাজের প্রকল্প ইঞ্জিনিয়ার কিংবা কর্মকর্তাদের সাথে কথা বললে জানা যাবে। মূলত স্থানীয় এক ইউপি সদস্য ও কিছু কুচক্রী মহলের ব্যক্তিগত স্বার্থে ঠিকাদারকে হয়রানি করতে কাজের অনিয়মের অভিযোগ এনে সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে এই মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে। নির্মাণাধীন আয়রন ব্রিজ প্রকল্পের সম্পর্কে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স
মনির আহমেদ
১৮ জেলা পরিষদ সড়ক, লালদীঘি চট্টগ্রাম।