ভোলার লালমোহনে ১৯ ঘর লকডাউন

(করোনা ভাইরাস নিয়ে সতর্কতামূলক বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা)

ঢাকা নারায়নগঞ্জ করোনা ভাইরাস আক্রান্ত এলাকা থেকে এসে লালমোহনে ঘোরাঘুরি করায় ১৯ ঘর লকডাউন করেছে উপজেলা প্রশাসন। লকডাউনকৃত এ ঘরগুলো পৌর এলাকার ৭ ও ৯নং ওয়ার্ডে এবং লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি জানান, পৌর এলাকার ৯নং ওয়ার্ডে নারায়নগঞ্জ থেকে ৮জন এসে এলাকায় ঘোরাঘুরি করে। এ কারণে বুধবার ওই ওয়ার্ডে ফরাজী বাড়ি ও ঢালী বাড়ির ৮টি বসত ঘর লকডাউন করে দেওয়া হয়। একই সাথে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্যায়ারীমোহন গ্রামের জাহাঙ্গীরের স্ত্রী সালমা বেগম অসুস্থ হওয়ায় ওই বাড়ির ২টি ঘর লকডাউন করে দেওয়া হয়। এসব ঘর আগামী ১৫ দিনের জন্য লকডাউন থাকবে বলে নিশ্চিম করেন উপজেলা নির্বাহী অফিসার।


এর আগের দিন মঙ্গলবার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কালাগাজি বাড়িতে নারায়নগঞ্জ এলাকায় লকডাউনকৃত বাড়ি থেকে নাজিম নামে এক যুবক পালিয়ে এসে আত্মগোপন করায় ওই বাড়ির ৯ টি ঘর লকডাউন করা হয়। এসব ঘর পাহারার জন্য ভিডিপি মোতায়েন করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।