রাজাপুরে জগড়া থামাতে গিয়ে হামলার শিকার।। আশঙ্কাজনক অবস্থায়  ব্যবসায়ীকে ঢাকায় রেফার

স্টাফ রিপোর্টার।
ভোলা সদর উপজেলার রাজাপুরে জগড়া থামাতে যাওয়ায় আজাদ বেপারী নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে মাথায় গুরুত্বর জখম করেছে তোতা ও মানিক নামের দুই জলদস্যু।
১ এপ্রিল দুপুরে রাজাপুর ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত আজাদের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে ভোলা সদর হাসপাতালের চিকিৎসক। এ ছাড়া আরো তিনজনকে ও জখম করেছে তোতা ও মানিক গ্রুপের জলদস্যুরা।
সূত্রে জানা যায়, তোতা ও মানিক জলদস্যু দলের সক্রিয় সদস্য। তাদের সাথে মেঘনা নদীতে জালপাতা নিয়ে শহীদ বেপারীর সাথে বিরোধ হয়। ওই বিরোধ কে কেন্দ্র শহীদ বেপারীর চাচা বাছেদ বেপারীকে জিম্মি করে তোতা ও মানিক বাহিনী। এ নিয়ে উত্তেজনা বিরাজ করলে আজাদ দুইপক্ষ কে জগড়া-বিবাদ না করতে নিষেধ করেন এবং তাদের সামনে দাঁড়িয়ে দুপক্ষ কে দুদিকে সরে যেতে বলায় হঠাৎ তোতা ও মানিক পিছন থেকে আজাদের মাথায় আঘাত করেন। আজাদ অজ্ঞান হয়ে পরলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেছেন।
এ বিষয়ে তোতা ও মানিকের সাথে যোগাযোগ করলে তারা বলেন আমরা ভুল করেছি। মামলা মোকাদ্দমা কইরেন না।
এ বিষয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা বলেন বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।