ভোলার মেঘনা নদী থেকে ১২ জেলে আটক

বনি আমিন, ইলিশা ॥ নিষেধাজ্ঞা থাকাকালিন সময়ে মাছ শিকারের দায়ে ভোলার মেঘনা নদী থেকে ১২ জেলেকে আটক করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) দুপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে মাছ ধরা অবস্থায় ১২ জেলেকে আটক করে নৌ-পুলিশ। আটককৃত জেলেরা হলো-আনিস রাঢ়ী, ফিরোজ সিকদার, মোক্তার ফকির, আমির হোসেন, শাহে আলম সরদার, আমির হোসেন, বাকের হোসেন, সোহাগ, হানিফ, সালাউদ্দিন, খালেদ রাঢ়ী ও মনির হোসেন।
এবিষয়ে নৌ-থানার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, ইলিশ অভয়াশ্রম অভিযান পরিচালনার সময় মেঘনা নদীর কয়েকটি স্থানে জালদিয়ে মাছ ধরার চেষ্টা চালায় জেলেরা। ওই অবস্থায় আমাদের দেখে তারা পালানোর চেষ্টা করে, তাৎক্ষণিক এস আই ইউনুস মুন্সী, এস আই মান্নান মিয়া, এস আই আবু হানিফ ও সহকর্মীদের সহযোগিতায় জেলেদের ধাওয়া করে ১২ জনকে আটক করতে সক্ষম হই। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।