সর্বশেষঃ

চরফ্যাশনে রেডিও মেঘনা’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী

চরফ্যাশন সংবাদদাতা ॥ ভোলার চরফ্যাশনে “প্রান্তিকের অধিকার আদায়ে, আওয়াজ তুলি সজোরে” এই প্রতিপাদ্য শ্লোগানে গৌররের অভিযাত্রায় উপকূলের কণ্ঠস্বর কমিউনিটি রেডিও মেঘনার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। উপকূলের মানুষের কথা বলে হাঁটি হাঁটি পা করে ১০ম বর্ষে পর্দাপণ করলো রেডিও মেঘনা। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় চরফ্যাশন বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থা কোস্ট ফাউন্ডেশন ও রেডিও মেঘনার কর্মীদের আয়োজনে শহরে বর্নাঢ্য র‌্যালী কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন কুমার বসাক।
এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু সিদ্দিক, গণমাধ্যম কর্মী তসলিম আখন মামুন হোসাইন, রেডিও মেঘনার স্টেশন ম্যানেজার নিশি, শ্রোতা ফিডব্যাগ অফিসার লাভনী হোসেন, সংবাদ প্রযোজক আছমা আক্তার সুরভী ।
প্রধান অতিথি জয়নাল আবেদীন আখন বলেন, উপকূলীয় এলাকা চরফ্যাশনের মানুষের মাঝে যেভাবে রেডিও মেঘনা’ শিক্ষা-স্বাস্থ্য, জেলে, কৃষক, কিশোর-কিশোরী, বাল্য বিয়ে, বিশেষ করে দুর্যোগ ও করোনা কালীন সময়ে যে ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসার দাবিদার।
রেডিও মেঘনার সাফল্যে তুলে অনুষ্টানের বিশেষ অতিথি শোভন বসাক বলেন, চরফ্যাশনের উপকূলের কন্ঠস্বর এফএম কমিউনিটি রেডিও ভোলা উপকূলের মানুষের কথা বলে। সামনের দিকে এগিয়ে যাবে রেডিও মেঘনা। রেডিও মেঘনার চিরকুটে মনের কথায় নির্বাচিত রেডিও মেঘনার নিয়মিত শ্রোতার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি রেডিও মেঘনার যাত্রা শুরু হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।