সর্বশেষঃ

ভোলায় আ’লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

এম রহমান রুবেল ॥ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোলা জেলা আ’লীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা আ’লীগ কার্যালয়ে জেলা আ’লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ এর সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লাহ, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পাকিস্তানিরা বাংলাদেশের মাটি চেয়েছিলো, মানুষ নয়। যে কারণে তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র মানুষের ওপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ডিসেম্বর মাসে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর যৌথ আক্রমণে পাকিস্তানিরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। ১৬ ডিসেম্বর বিজয়ের ঠিক আগে বিশ্বাসঘাতক আলবদর ও আলশামসদের মাধ্যমে তালিকা করে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। এ অপশক্তির চক্রান্ত স্বাধীনতার পরেও চলেছে। পরাজিত শক্তিরা আজও বঙ্গবন্ধু ও সংবিধানের বিরুদ্ধে কথা বলে।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ছায়েম, কৃষকলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি আশ্রাফ হোসেন লাভু, জুলফিকার আহমেদ, দপ্তর সম্পাদক সামসুদ্দিন আহমেদসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।