সর্বশেষঃ

বাঁশখালী হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মুহাম্মদ আতিকুর রহমান হান্নান (বাঁশখালী প্রতিনিধি) : বাঁশখালী হাসপাতালে আজ মঙ্গলবার সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। হাসপাতালের প্রধান ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিউর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, হাসপাতালের আরএমও ডাক্তার রিয়াদ মুহাম্মদ মরজুক, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, সেক্রেটারী শাহ মুহাম্মদ শফিউল্লাহ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আবদুর সবুর প্রমুখ। বাঁশখালী উপজেলার ৩৬০ টি টিকা কেন্দ্রে ৭২০ জন কর্মী স্বেচ্ছাসেবকের নেতৃত্বে ৬-১১ মাস বয়সি ৮ হাজার ১০০ শিশু, ১২-৫৯ মাস বয়সি ৬৭ হাজার ৪১৫ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ এর আওতায় টিকা প্রদানের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন উদ্বোধন করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।