সর্বশেষঃ

বাহারছড়া চাপাছড়ি করিম বাজার বেইলি ব্রিজের বেহাল অবস্থা

মুহাম্মদ আতিকুর রহমান হান্নান, বাঁশখালী প্রতিনিধি ॥ বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের এতিহ্যবাহী করিম বাজারের জলকদর নদীর উপর স্থাপিত বেইলি ব্রিজের পাটাতন ভেঙে এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। অনেক দিন আগে থেকে পাটাতন ভাঙা অবস্থায় পড়ে আছে ব্রিজটি। এলাকাবাসী জানায়, পাটাতন ভাংগা ব্রিজটিতে গাড়ি পার হতে না পারার কারণে দুই পাশের সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। ব্রিজটি অকেজো হয়ে যাওয়ার ফলে দুই তিন মিনিটের পথ প্রায় চার কিলোমিটার দূরে গাড়ি দিয়ে ঘুরে আসতে হচ্ছে।
এলাকাবাসী বহু দিন ধরে দাবি করে আসছে এ ব্রিজের দ্রুত সংস্কার হোক। পাশাপাশি দুটি ইউনিয়নের হাজার হাজার বাসিন্দা চলাচল এই ব্রিজ দিয়ে, তাই দ্রুত সংস্কার করতে দেরি হওয়ার কথা নয়। এখানে জনপ্রতিনিধিদের সদিচ্ছার ঘাটতি আছে। আশেপাশের ১০টিরও বেশি গ্রামের মানুষ এ ব্রিজ দিয়ে চলাফেরা করেন। এসব এলাকার হাজার হাজার মানুষের দুর্ভোগ এখন এই ব্রিজটি।
করিম বাজারের বিশিষ্ট বিকাশ ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন বলেন, হাজার হাজার মানুষের চলাচলের এ ব্রিজ এভাবে অস্থায়ী মেরামত কোনো সমাধান নয়। বরং জরুরি ভিত্তিতে স্থায়ীভাবে মেরামত করে জনদুর্ভোগ লাগব করতে হবে।
করিম বাজার জামে মসজিদ ইমাম রুহুল কাদের বলেন, সৌভাগ্যবশত আজ অবধি এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে আর কতদিন এলাকাবাসীর চলাচল করতে হবে। তাই জনসাধারণের দাবি স্থানীয় জনপ্রতিনিধিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অতি দ্রুত ব্রিজটি মেরামত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হউক।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।