বিশ্ব পদক অর্জন করায় বোরহানউদ্দিনে দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

বোরহানউদ্দিন সংবাদদাতা ॥ কাজাকিস্তানের রাজধানী আস্থানাতে বিশ্ব যুব জুজুৎসু-২০২৩ প্রতিযোগিতায় পদক অর্জন করায় দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেন বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব। বিশ্ব যুব জুজুৎসু প্রতিযোগিতায় মো: ইকরামুল তাহসিন রৌপ্য পদক ও তাসফিয়া ইসলাম তানহা তাম্র পদক অর্জন করায় রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়।
বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবকলীগ এর আহ্বায়ক মোহাম্মদ আলী হিরা, সাবেক পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির পালোয়ান, কৃতি শিক্ষার্থীদের বাবা মনিরুজ্জামান মনির, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মালেক, সহ-সভাপতি এমএ অন্তর হাওলাদার, যুুগ্ম সম্পাদক মো. রিয়াজ বাদশা, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল পালোয়ান, অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান. দপ্তর সম্পাদক মো. ফোরকান, নির্বাহি সদস্য সিরাজুল ইসলাম রুবেল, সদস্য মো. ছোবাহান হাওলাদার প্রমূখ। অনুষ্ঠানে শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল মালেক।
তাসফিয়া ইসলাম তানহা বলেন, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব আমাদের কে যে সম্মাননা দিয়েছে আমরা দুই ভাই বোন গর্বিত বোধ করছি। এটা ভবিষ্যৎতে আমাদের পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।
উল্লেখ্য, ঢাকা বনশ্রী ক্যাম্পাসের (অষ্টম শ্রেণী) শিক্ষার্থী মো: ইকরামুল তাহসিন ও একই প্রতিষ্ঠানের (৭ম শ্রেণী) তাসফিয়া ইসলাম তানহা গত ২২ হতে ২৬ আগস্ট অনুষ্ঠিত “বিশ্ব যুব জুজুৎসু চ্যাম্পিয়ানশীপ’’ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন এ শিক্ষার্থীরা। তারা দুইজন বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের মনিরুজ্জামান মনির এর সন্তান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।