সর্বশেষঃ

বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ড. শান্ত

স্টাফ রিপোর্টার ॥ ২০০৫ সালের ১৭ই আগস্ট সিরিজ বোমা হামলায় নিহতদের স্মরণে ভোলায় স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৭ই আগস্ট) বিকালে ভোলা শহরের উকিল পাড়াস্থ শান্ত নীড়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ শাহিন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আশিকুর রহমান শান্ত বলেন, বিএনপি জামায়তে সরকারের আমলে তারেক রহমান পাকিস্তানি দোসরদের নিয়ে একটি সন্ত্রাসবাদের সরকার কায়েম করতে চেয়েছিল। ২০০৫ সালের ১৭ই অগাস্ট বাংলাদেশের ৬৩টি জেলায় একযোগে চালানো হয় সিরিজ বোমা। হামলায় দু’জন নিহত আর বহু মানুষ আহত হন। এর মধ্য দিয়ে বাংলাদেশে নিজেদের সংঘবদ্ধ উপস্থিতির ঘোষণা করেছিল জঙ্গিরা, আলোচনা সভায় এমনটাই মন্তব্য করলেন অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম কচি, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নয়ন, এডভোকেট গিয়াস উদ্দিন, লাভলু, আলামিন, সজিব প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।