ভোলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা ড. শান্ত
ছাত্রলীগকে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে
স্টাফ রিপোর্টার ॥ ছাত্রলীগকে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ছাত্রলীগ কারো গোলামীর আদর্শ করতে পারে না, ছাত্রলীগ হবে বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগ বলে মন্তব্য করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ও ডক্টর আশিকুর রহমান শান্ত। বুধবার রাতে ভোলা শহরের উকিল পাড়াস্থ শান্ত নীড়ের বাসভবনে ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ এই স্লোগানে ছাত্রলীগের উদ্যােগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যতে একথা বলেন তিনি।
ডক্টর শান্ত বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পজেটিভ রাজনীতি করতে হবে। কারো টিস্যু পেপারের মত ব্যবহার হওয়া যাবে না। প্রধান অতিথির বক্তব্যতে আশিকুর রহমান শান্ত বলেন, আমি নাজিউর রহমান মঞ্জু সাহেব এর ছেলে, আমার বাবা আজীবন ভোলার মানুষের সেবা করে গিয়েছে তিনি ভোলার মাটিতে শুয়ে আছে সুতরাং আমিও বাবার মত ভোলার মানুষের সেবা করতে চাই। আমি কাউকে টিস্যু পেপারের মত ব্যবহার করবো না।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান শান্ত’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন। এ ছাড়া আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা রাজিব হাসান লিপু, নওশাদ মুন, মনিরুল ইসলাম, মহিবুল আলম খোকন, এডভোকেট আবুল খায়ের, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সাখাওয়াত হোসেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামীর ছাত্রলীগ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগ নেতা সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা ফয়সাল বাবু, মিজানুর রহমান, এডভোকেট গিয়াস উদ্দিন, হাবিবুর রহমান হাবু, আমজাদ হোসেন প্রমুখ।