ভোলায় আওয়ামী লীগ নেতা বাবুল মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

ভোলায় আওয়ামী লীগ নেতা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) সকালে ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের কালিনাথ রায়েরবাজরস্থ মোলাপট্টি চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মরহুম বাবুল মোল্লার ভাই ঢাকাস্থ ভোলা সমিতির সাধারণ সম্পাদক শহিদুল হক মুকুল মোল্লা, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম নিরব মোল্লা, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন,  সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম রনি, সাবেক ছাত্র লীগ নেতা নওশাদ হোসেন মুন, ছাত্র লীগ নেতা রাশেদুজ্জামান হ্যাভেন  প্রমূখ।
এ সময় বাবুল মোল্লার ছেলে সামিউল হক ফাহাদ, ভাই ভোলা সদর উপজেলার সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য হামিদুল হক বাহালুল মোল্লা, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি পাপন চৌধুরী, সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদসহ জেলা আওয়ামী লীগের সভাপতি পক্ষের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন। সাবেক ছাত্র লীগ নেতা রাজিব হাসান লিপু অনুষ্ঠান পরিচালনা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৯৬ সালের ১০ অক্টোবর মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লা ঢাকা মিরপুর অনিক প্লাজার সামনে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। কিন্তু দীর্ঘ ২৬ বছরেও আওয়ামী লীগ নেতা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার সেই নির্মম হত্যাকাণ্ডের বিচার হয়নি। আজও বিচারের বাণী যেনো নিভৃতে কাঁদে।

এসময় বক্তারা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে বাবুল মোল্লার হত্যাকারিদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি জানান।
প্রসঙ্গত, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লা ছিলেন ভোলা মহকুমা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও ভোলা পৌরসভার প্রথম মুসলিম চেয়ারম্যান মরহুম সোলায়মান মোল্লার জেষ্ঠ্য পুত্র। এছাড়াও তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন বীর মুক্তিযোদ্ধা এবং ১৯৯৬ সালের জাতীয় সংসদ উপ-নির্বাচনে ভোলা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।