করোনা পজেটিভ জিএম কাদের ও পানি সম্পদ উপমন্ত্রী

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি করোনা আক্রান্ত হয়েছেন। সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ১৫ জানুয়ারি কোভিড পরীক্ষা করলে আজ (গতকাল) তার রিপোর্ট পজিটিভ আসে। তার শরীরে কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন। রবিবার (১৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিকে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান। গোলাম মোহাম্মদ কাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসভবনে বিশ্রামে আছেন। নিয়মিত ওষুধ এবং খাবার গ্রহণ করছেন। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
অন্যদিকে পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি করোনা পজেটিভ। নেতিবাচক কোন উপসর্গ ছাড়াই তিনি ভালো আছেন, সুস্থ্য আছেন। ডাক্তারের পরামর্শে সংসদ ভবনের সরকারি বাসভবনে বিশ্রামে আছেন তিনি। সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য গতকাল ১৫ জানুয়ারী কোভিড পরীক্ষা করলে ওই দিন বিকালে তার রিপোর্ট পজেটিভ আসে। শারিরীক সুস্থ্যতার পাশাপাশি তার মনোবল অটুট আছে। তিনি সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। টেলিফোনে তিনি বলেন, করোনা প্রজেটিভ হলেও সুস্থ আছেন। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।