সর্বশেষঃ

চরফ্যাশনে ট্রলার ডুবি ॥ ২১ মাঝি-মাল্লা নিখোঁজ

ভোলার চরফ্যাশনের ঢালচরের দক্ষিণে বঙ্গপোসাগর মোহনায় রবিবার রাত সাড়ে ১০ টায় সময় একটি মাছের ট্রলার ডুবে ২১ মাঝি-মাল্লা নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন- বাচ্ছু মাঝি, আলামিন মাঝি, ফারুক হাওলাদার, জাবেদ, খালেক, হাফেজ, ইউছুফ মৌলভী, জসিম জমাদার, রফিক, মাসুদ।
আবদুল্লাহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইলিয়াছ মাষ্টার জানান, গত ৫দিন পূর্বে আবদুল্লাহপুর ৪নং ওয়ার্ডের কামাল খন্দাকারের একটি মাছ ধরার ট্রলার সাগরে মাছ ধরতে যায়। রবিবার রাতে ফেরার পথে ঢালচরের দক্ষিণ পাশের্^ চিটাগাংয়ের একটি বড় ট্রলি ধাক্কায় দেয়। এতে কামাল খন্দকারের ২১জন মাঝি মাল্লাসহ ট্রলারটি ডুবে যায়। সোমবার দুপুরে হাফেজ নামের এক মাল্লা ফোন করে জানান তারা ৭ জন পাথরঘাটা এলাকায় উদ্ধার হয়েছেন। তবে ওই ফোনের পর তার ফোন নম্বও বন্ধ থাকায় তাদের সাথে আর যোগাযোগ করা যাচ্ছে না। এদিকে ট্রলার ডুবির ঘটনা শুনে ট্রলার মালিক কামাল খন্দকার অজ্ঞান হয়ে পড়েছেন। মাঝি-মাল্লাদের বাড়িতে বইছে শোকের ছায়া।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাটি দক্ষিণ আইচা থানার আওতাধীন।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন এ প্রসংগে কিছু জানেন না বলে দাবী করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।