বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দৌলতখানে শিক্ষকদের মানববন্ধন

‘জাতির জনকের সম্মান রাখবো মোরা অম্লান’ এই স্লগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দৌলতখানে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) দৌলতখান শাখার আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানবন্ধনে বক্তব্য রাখেন, দৌলতখান সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীপক হালদার, বরিশাল (বাসমাশিস) আঞ্চলিক কমিটির সদস্য ও দৌলতখান সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাখাওয়াত হোসেন সোহাগ।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের জায়গা। বঙ্গবন্ধুকে আঘাত করা মানে বাংলাদেশকে আঘাত করা। দেশের বাইরেও যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা , সম্মানের সাথে স্মরণ করা হচ্ছে তখন এই মুজিববর্ষে এরকম ঘটনা ঘটেছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) দৌলতখান শাখা এরকম ঘটনার প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন।

এসময় দৌলতখান সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তানিয়া পারভিন, দৌলতখান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হামিদ উল্লাহ ও জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।