ফুটপাত দখল করে ব্যবসা করায় দৌলতখানে ৭ ব্যবসায়ীকে জরিমানা

ভোলার দৌলতখানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে ৭ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ১টায় উপজেলার পৌর শহরের দক্ষিণ মাথায় সেলিম চত্বরের আশপাশের জনচলাচলের রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কাওছার হোসেন এ অর্থদ- দেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেন জানান, দীর্ঘদিন ধরে এসব ব্যবসায়ীরা চলাচলের রাস্তা বন্ধ করে ফুটপাতে ব্যবসা করে আসছে। তাদেরকে মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হলেও তারা নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা পরিচালনা করায় তাদেরকে এ অর্থদ- দেয়া হয়েছে। এ ছাড়াও মাস্ক ব্যবহার না করার দায়ে একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।