দৌলতখানে বাড়ির চলাচলের পথ না থাকায় ভোগান্তিতে বিশটি পরিবার

দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারউল্যাহ গ্রামের সবর আলী জমাদার বাড়িতে প্রায় ২০ টি পরিবারের বসবাস। চলাচলের পথ হিসেবে কোন রাস্তা না থাকায় বর্তমানে ওই বাড়ির সকল সদস্যরা চরম ভোগান্তিতে রয়েছে।

বর্তমানে অস্থায়ী ভাবে খালের পাড় দিয়ে একব্যক্তির জমির উপর দিয়ে চলাচল করেন ওই পরিবারের সকল সদস্যরা। বর্ষা মৌসুম এলেই খাল পাশে থাকায় জোয়ারের পানিতে ডুবে গিয়ে চলাচলের ওই রাস্তাটাও অনুপযোগী হয়ে উঠে।

তার পরও ঝুঁকি নিয়ে প্রয়োজনের তাগিদে ওই রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে ওই বাড়ির স্কুল-মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীসহ অনেকে। এছাড়া গভীর রাতে কোন অসুস্থ ও অন্তঃসত্ত্বা মহিলাদের প্রসববেদনা উঠলে কাঁধে করে রাস্তা পারাপার করতে হয় তাকে ।
এসব ভোগান্তিতে থাকা পরিবারগুলো জানান, খালে স্বাভাবিক জোয়ার এলেই ডুবে যায় একমাত্র যাওয়া-আসার রাস্তাটি। ফলে চরম ভোগান্তির পাশাপাশি বিপত্তির ও শিকার হতে হচ্ছে ওই বাড়ির সকল সদস্যদের। চলাচলের জন্য একটি ব্রিজ চেয়ে ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলসহ স্থানীয় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন এসব পরিবারগুলো ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।