সর্বশেষঃ

তাসরিফ লঞ্চে মোবাইল চুরির দায়ে এক যুবক আটক

তাসরিফ-৩ লঞ্চে মোবাইল চুরির দায়ে রনি (৩২) নামের এক যুবককে আটক করে লঞ্চ যাত্রীরা। এই সময় তার কাছে ৫ পিচ মোবাইল ও বেশ কিছু টাকা পাওয়া যায়। বুধবার ১২ই আগষ্ট রাত ২ টায় মোবাইল চুরি করার সময় লঞ্চ যাত্রীদের হাতে আটক হন এই যুবক।
লঞ্চ যাত্রীরা জানান, রনি এক ভদ্রলোকের পাশে বসেছিলো এবং তার সাথে কথা বলেছিলো। কিছুক্ষন পর ভদ্রলোক অমনোযোগী হলে তার পকেট থেকে ফোন নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন। এই সময় ভদ্রলোকের চিৎকার শুনে পাভেল হাওলাদার নামের এক যুবকের সহায়তায় রনিকে ধরতে সক্ষম হন। পরে তাকে লঞ্চ স্টাফদের হাতে তুলে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী পাভেল হাওলাদার জানান, তাফসির লঞ্চে এর আগেও একাধিক মোবাইল চুরির ঘটনা ঘটে। গতকাল এক ভদ্রলোকের থেকে রনি নামের এই ছেলে ফোন নিয়ে পালাচ্ছিলেন, তখন আমিসহ লঞ্চ যাত্রীরা তাকে ধরে ফেলি এবং তাকে লঞ্চ স্টাফদের হাতে তুলে দেই।
তাসরিফ-৩ এর কেবিন বয় কামাল জানান, লঞ্চ যাত্রীরা অভিযুক্ত রনিকে হাতেনাতে ধরে আমাদের কাছে দিলে আমরা তাকে পুলিশের হাতে পুলিশের হাতে সোপর্দ করি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।