দৌলতখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশুসহ ৫ জনকে পিটিয়ে আহত

ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই শিশুসহ ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (০৫ মে) বিকালে উপজেলার মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমির হোসেন মাঝী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলো, আমির হোসেন(৫০), আয়শা(২৫), রহিজল(৭০) ও শিশু খতেজা(৯),ইসরাফিল (২ বছর)। এ ঘটনায় দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান হাসপাতাল গিয়ে পরিদর্শন করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন থাকা আমির হোসেন জানান, আমার নাতী (৯) ও বাঘার ছেলে (১০) মেঘনার পাড়ে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তাদের উভয়ের মধ্যে ঝগড়া হয়। এর জেরে বাঘা, লিটন, হারুন, সলেমান ও হেলাল সহ ১৫/২০ জন আমার বাড়ি অবরোধ করে ঘরের ভিতর এসে ভাংচুর করে এবং আমাকে সহ আমার পরিবারের আয়শা, রহিজল ও শিশু খতেজা,ইসরাফিলকে দেশি অস্ত্র দিয়ে হামলা করে রক্তাক্ত জখম করে।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, এ ঘটনায় আমির হোসেন বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।