দৌলতখানে ৪ কেন্দ্রে ৯ পরীক্ষার্থী বহিষ্কার

ভোলার দৌলতখানে চলমান এস,এস,সি (ইংরেজি ২য় পত্র) ও দাখিল (আরবী সাহিত্য ২য় পত্র ) পরীক্ষায় ৪ কেন্দ্রে ৯ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে । বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো রোমান হোসেন রোল নং ১১১৮৩৮, ছাকিনা আদর্শ একাডেমি, জিহাদ মোমেন, রোল ৪১১৪৮২, চরপাতা মাধ্যমিক বিদ্যালয়, ফাতিয়া তাসলিম মালিহা, রোল ১১১৭৭৮, দৌলতখান বালিকা মাধ্যমিক বিদ্যালয়, জাবেদ ওমর, রোল ২১২৬৪৩, তানিয়া আক্তার, রোল ২১২৭৯৮, আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, মোঃ হোসেন, রোল ২০৭২২০, রহিমা বেগম ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জাকির হোসেন, রোল ২০৭০৯৬, বড়ধলী মাদ্রাসা, আঃ রাজ্জাক, রোল ২০৭০৪৫, আজিমবাড়ি হাওলা দাখিল মাদ্রাসা, আজমাদ হোসেন, রোল ৬২৯০৩৩, জয়নগর ইসলামিয়া ফাযিল মাদ্রাসা। পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইনে ১৯৮০ এর ধারা-১৩ অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়। বিএম সরকারি কলেজের সহকারী অধ্যাপক জনাব সঞ্জয় কুমার বিশ্বাস এর নেতৃত্বে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্রনাথ কুমার নাথসহ ১০ সদস্যের টিম উপজেলার ৪টি কেন্দ্র পরিদর্শনকালে অসৎ পন্থা অবলম্বনের দায়ে এ সব পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।