তজুমদ্দিনের চাঁচড়া নিন্ম-মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি’তে ৩ জনের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ২০১৯ পরিক্ষায় তজুমদ্দিন উপজেলা দক্ষিণ চাঁচড়া নিন্ম-মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ জন ছাত্র-ছাত্রী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। বৃত্তি প্রাপ্তরা হলো- সাবিকুন্নাহার, রোল-২১৪৫৩৩, মোঃ রাজিব, রোল- ২১৪৫৪০, মোঃ শামীম, রোল-২১৪৫৪২।
প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম জানান, স্কুলে প্রায় ৪ শত শিক্ষার্থী রয়েছে। ২০১৯ সালে জেএসসি পরিক্ষায় ৭৪ জন পরিক্ষার্থী অংশগ্রহন করে ৭৪ জনই পাস করেছে। এদের মধ্যে ৩ জন বৃত্তি পেয়েছে।
এছাড়া ২০১৮ সালেও ৬ জন বৃত্তি পেয়েছে। চাঁচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান জানান, চাঁচড়ায় কোন মাধ্যমিক স্কুল না থাকায় এখানকার শিক্ষার্থী-অভিবাবকরা সীমাহীন ভোগান্তিতে পড়ে পাশ্ববর্তী উপজেলায় পড়ালেখা করতে যেতে হয়।
দক্ষিণ চাঁচড়া নিন্ম-মাধ্যমিক বিদ্যালয়টি ০১/০১/২০০০ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ভাল ফলাফল নিয়ে সুনাম অর্জন করেছে। স্কুলটি এমপিও ভূক্ত হওয়া অত্যান্ত জরুরী।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।