ভোট কেন্দ্রের গোপন কক্ষে কেউ অনিয়ম করলে সোজা জেলখানায়: ইসি রফিকুল

ভোট কেন্দ্রের গোপন কক্ষে কেউ যদি কোন অনিয়ম করার চেষ্টা করে তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সোজা জেলাখানায় ঢুকানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর উত্তরায় উত্তরা হাই স্কুল এন্ড কলেজে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। রফিকুল ইসলাম বলেন, প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগণ অনিয়ম বা ভুল করলে এর দায় নির্বাচন কমিশনের উপর পরে। তিনি বলেন, একই সঙ্গে বেশি সাংবাদিক কেন্দ্র ঢুকতে দিবেন না, সাংবাদিকদের বুঝিয়ে বলবেন। বুঝিয়ে না বললে তারা নিউজ করবে কেন্দ্র প্রবেশে বাধা দিচ্ছে। তিনি আরো বলেন, ফলাফল তৈরির সময় সকল প্রার্থীর একজন করে উপস্থিত রাখবেন এবং তাদের সাক্ষর রাখবেন। কোন প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার অনিয়ম করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিবে কমিশন। এসময় যুগ্ম সচিব মো. আবুল কাসেম, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এর মহাপরিচালক মো. নুরুজ্জামান তালুকদার, আঞ্চলিক নির্বাচক কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিন উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।