খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক
খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ॥
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেছেন, খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে খেলাধুলার প্রতিযোগিতা বিশেষ সহায়ক হবে। গতকাল বুধবার বিকেলে ভোলা জেলা পর্যায়ের আয়োজিত ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
বুধবার (১৪ জানুয়ারী) ভোলার গজনবী স্টেডিয়ামে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আজহারুল হক আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসান।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার, ভোলা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির (কামরুজ্জামান) সাধারণ সম্পাদক মোঃ হাসান মিজানুর রহমান মিঠু, ভোলা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন নবীন, ব্যাংকের হাট কো অপারেটিভ হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, বালিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম, চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ তালুকদার, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবি আবদুল্লাহ, তৈয়বা খাতুন মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন রাজু প্রমূখ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি (কামরুজ্জামান)’র সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার পারভেজ।
