ভোলায় গরুর গাড়ি মার্কার পক্ষে মহিলা কর্মীসভা

স্টাফ রিপোর্টার ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী মাঠের ব্যস্ততা। গরুর গাড়ি মার্কার পক্ষে পশ্চিম ইলিশা ও পূর্ব ইলিশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মহিলা সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মীসভা। দুই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শতাধিক নারী কর্মী এতে অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির মহিলা পার্টির নেত্রীবৃন্দ। তারা মাঠপর্যায়ে প্রচারণা জোরদার করার দিকনির্দেশনা দেন। নারী নেত্রী নাজনীন আক্তার রুমা ও সালমা আক্তারের নেতৃত্বে আয়োজিত এই সভায় তৃণমূল পর্যায়ের নারী কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিজেপির প্রেসিডিয়াম সদস্য রেবা রহমান বলেন, ভোলা-১ আসনের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য আন্দালিব রহমান পার্থের কোনো বিকল্প নেই। আমরা নারীরা ঘরে ঘরে গিয়ে গরুর গাড়ি মার্কার বার্তা পৌঁছে দেব। একসময়ের অবহেলিত জনপথ ছিল উত্তর ভোলা। পার্থর বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জু মিয়ার একান্ত প্রচেষ্টায় আজকে উত্তর ভোলা আধুনিক ইউনিয়নে রূপান্তরিত হয়েছে। শিক্ষার কথা বিবেচনা করে নাজিউর রহমান কলেজ প্রতিষ্ঠিত করা হয়েছে। তাই আমাদের প্রত্যাশা আপনারা পার্থর জন্য প্রতিটি ঘরে যাবেন। মানুষকে উৎসাহিত করবেন ভোলার উন্নয়নে পাথর বিকল্প নেই।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিজেপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন মানিক বাঘা, পশ্চিম ইলিশা ইউনিয়ন বিজেপির আহ্বায়ক জাকির বাঘা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিরন বাঘা, পূর্ব ইলিশা ইউনিয়নের আহ্বায়ক আলম হোসেন ও সদস্য সচিব নোমান হাওলাদার।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।