স্টাফ রিপোর্টার ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-১ (সদর) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের একক প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। সম্প্রতি বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর মনোনয়ন প্রত্যাহার করায় এই আসনে একক প্রার্থী হিসেবে আন্দালিভ রহমান পার্থের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট হয়েছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইতোমধ্যে ভোলার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে লিফলেট বিতরণ শুরু করেছেন তাঁর সমর্থক ও কর্মীরা। লিফলেটের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং উন্নয়ন ভাবনা তুলে ধরাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
লিফলেটে ভোলার সার্বিক উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার তুলে ধরা হয়েছে। এতে ভোলা–বরিশাল সেতু নির্মাণ, মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল স্থাপন, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, নদীভাঙন রোধ এবং শিল্পকারখানা স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। লিফলেটে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তাঁর রাজনৈতিক পথচলার কথাও তুলে ধরেন। সেখানে বিভিন্ন সময়ে নিপীড়ন ও হয়রানির মুখে পড়ার কথা উল্লেখ করে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকারের কথা বলা হয়। বিশেষভাবে তরুণ ভোটারদের উদ্দেশে বলা হয়, ভোটের মাধ্যমেই ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ রয়েছে এবং সেই ভোট যেন যোগ্য ও সৎ নেতৃত্বের পক্ষে যায়।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন ভোটারের সঙ্গে কথা বললে তারা জানান, নির্বাচনের আগে প্রার্থীদের মাঠে নেমে সরাসরি যোগাযোগ করাকে তারা ইতিবাচকভাবে দেখছেন। তবে উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতা ও সদিচ্ছাই শেষ পর্যন্ত ভোটের সিদ্ধান্তে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তারা।
আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক কর্মি জেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক মো. আলী জানান, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিতে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলা ছাত্রসমাজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন বলেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, প্রচারণার পরিসর ততই বাড়ানো হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ