স্টাফ রিপোর্টার ॥
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর শাখা হিসাবরক্ষকদের জন্য সংস্থার নীতিমালা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে জিজেইউএস-এর শিশু সুরক্ষা কেন্দ্রের হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন দৈনিক ভোলার বাণীর প্রকাশক ও সংস্থার পরিচালক (লিগ্যাল ও প্রোগ্রাম) অ্যাডভোকেট বীথি ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (মনিটরিং ও ট্রেনিং) মো. হুমায়ুন কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. মোস্তফা কামাল এবং অতিরিক্ত পরিচালক (হিসাব ও অর্থ) মো. হুমায়ুন কবির চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর অতিরিক্ত পরিচালক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মো. আজাদ হোসেন। প্রশিক্ষণে সংস্থার বিভিন্ন শাখার ২৫ জন শাখা হিসাবরক্ষক অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণের মাধ্যমে শাখা পর্যায়ের হিসাবরক্ষকদের সংস্থার আর্থিক ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রযোজ্য নীতিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হচ্ছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ