ভোলায় শীতার্ত মানুষের পাশে করিম-বানু ফাউন্ডেশন

মো. মাহে আলম মাহী ॥
ভোলার হতদরিদ্র মানুষের মাঝে করিম-বানু ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে। ‘মানবতার পাশে-মানুষের কল্যাণে’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোলা প্রেসক্লাব মিলনায়তনে কম্বল ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক এম. এ. তাহের, দৈনিক আজকের ভোলার সম্পাদক ও ভোলা প্রেসক্লাবের প্রধান সমন্বয়ক আলহাজ্ব শওকাত হোসেন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, দৈনিক দেশকাল-এর জেলা প্রতিনিধি জামাল উদ্দিন, ভোলা জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, দৈনিক আজকের দর্পণ-এর জেলা প্রতিনিধি আশরাফুল আলম সজীব, এনটিভি মাল্টিমিডিয়া প্রতিনিধি ও বাংলাদেশ বেতার প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, ভোলার দৌলতখান উপজেলার এক সম্ভ্রান্ত পরিবার মরহুম ফজলে করিম ও হাসান বানুর নামে প্রতিষ্ঠিত করিম-বানু ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেনের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও করিম-বানু ফাউন্ডেশন এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে হতদরিদ্র মানুষের পাশে থাকবে।
