বোরহানউদ্দিন সংবাদদাতা ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রাজনৈতিক দল, প্রার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জনগণের অংশগ্রহণমূলক, অবাধ ও গ্রহণযোগ্য করতে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের আইন মেনে প্রচারণা চালানোর আহ্বান জানানো হচ্ছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস। মতবিনিময় সভায় ভোলা-২ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ও তাদের প্রতিনিধিগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শহীদ ও আহত পরিবারের সদস্য, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা নির্বাচনী পরিবেশ, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটার উপস্থিতি বৃদ্ধি এবং গণভোটের গুরুত্ব নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার উপস্থিত সবার বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ