ভোলা-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥
ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার (১২ জানুয়ারী) বিকালে জেলা রির্টানিং কার্যালয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। জেলা রির্টানিং অফিস কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। সোমবার তার আইনজীবী আমিরুল ইসলাম বাছেত এর মাধ্যমে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।
এদিকে গোলাম নবী আলমগীরের মনোনয়ন প্রত্যাহারকে ঘিরে ভোলার রাজনীতিতে শুরু হয়েছে নয়া মেরুকরন। রাজনীতির মাঠে বিএনপি-বিজেপি মুখেমুখী অবস্থানে থাকা ২টি দল এক হয়ে আরও শক্তিশালী হবে বলে মনে করছেনন অনেকেই। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে জোটের প্রার্থী অনেকটাই এগিয়ে থাকবেন। তবে কেউ কেউ আবার বলছেন, বিএনপি প্রার্থী সরে যাওয়াতে ভোটের মাঠে দেখা যাবে না বিএনপির অনেক নেতা-কর্মীকেই।
রিটার্নিং অফিসার ও ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে আইনজীবীর মাধ্যমে গোলাম নবী আলমগীরের প্রত্যাহারের আবেদনটি আমরা পেয়েছি। নির্বাচনী নিয়ম অনুযায়ী আবেদনটি গ্রহণ করা হয়েছে। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, গত ২৮ ডিসেম্বর ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন, যা ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ১১ জানুয়ারি স্বাক্ষরিত এই আবেদনটি সোমবার আনুষ্ঠানিকভাবে জমা দেয়া হয়।
একই আসনে বিএনপির গোলাম নবী আলমগীর এবং জোটের শরিক দল বিজেপির আন্দালিব রহমান পার্থ উভয়েই মনোনয়নপত্র দাখিল করায় স্থানীয় রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছিল। দুই হেভিওয়েট প্রার্থীর অনড় অবস্থানের কারণে কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ও সাধারণ ভোটারদের মাঝে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। মনোনয়নপত্র প্রত্যাহারের মধ্য দিয়ে সেই রাজনৈতিক সংকটের অবসান ঘটল। এখন জোটের সকল শক্তি পার্থর পক্ষে ঐক্যবদ্ধ হবে বলে ধারণা করা হচ্ছে।
ভোলা-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে লড়বেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি এর আগেও এ আসন থেকে জোটের প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন। ভোলা সদর আসনে ৯ প্রার্থী মনোনয়ন জমা দিলেও ২ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। বর্তমনে এ প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ জন। যাদের মধ্যে জোটের প্রার্থী বিজেপি’র চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মাওলানা আফরাফ আলী। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ৫শ’ ৬৭ জন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।