ভোলায় আহলে হাদিসের জেলা কার্যালয় উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
আল-কুরআন ও সহীহ হাদীসের আলোকে জীবন গড়ার প্রত্যয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা কার্যালয়ের উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের হোটেল রয়েল প্যালেসের ৫ম তলায় জেলা কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ড. আব্দুল হালিম বিন ইলিয়াস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা আমীর বীর মুক্তিযোদ্ধা, শায়খ হাফেজ আব্দুল আলীম ও আহলে হাদিসের কেন্দ্রী দাঈ মুহাম্মদ রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে সহ-সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সমাজ সংস্কার ও দ্বীনি দাওয়াতের পাশাপাশি মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদ্বোধন অনুষ্ঠান শেষে ভোলা জেলার বিভিন্ন এলাকার ইয়াতিম, বিধবা ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আলেম-উলামা, যুবক ও সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।