বোরহানউদ্দিনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মনিরুজ্জামান ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কুঞ্জেরহাট এলাকায় অভিযান চালিয়ে ৯শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম ওমর আলী (২৭)। তিনি চরফ্যাশন উপজেলার দক্ষিণ ফ্যাশন এলাকার মৃত শাহজাহানের সন্তান।
বোরহানউদ্দিন থানার এসআই মেহেদী হাসান জানান, গোপন সংবাদে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি দল সকালে বোরহানউদ্দিন উপজেলায় কুঞ্জেরহাট এলাকায় বিসমিল্লাহ হোটেলে অভিযান পরিচালনা করেন। অভিযানে হোটেলের পিছনের অংশের একটি কেবিন থেকে ৯শ’ ৫০ পিচ ইয়াবাসহ ওমর আলীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ধারণা ইয়াবাগুলো বিক্রয়ের জন্য ওই ব্যবসায়ী চরফ্যাশন থেকে বোরহানউদ্দিনে আসেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওমর আলীকে কুঞ্জেরহাটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া মাদকের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্সে থাকবে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত দুই বছরের মধ্যে বোরহানউদ্দিন উপজেলায় ইয়াবার এতবড় চালান আটক হয়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।