লালমোহনে বিএনপি ও জামায়াত সমর্থিত বিডিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ভোলায় শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে প্রতিযোগিতা

মোঃ সামিরুজ্জামান ॥
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ভোলায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিভা বিকাশমূলক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পৃথক ভেন্যুতে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভোলা সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় গান, রচনা, বক্তৃতা, কবিতা আবৃত্তি, বিতর্ক, অভিনয়, নৃত্য ও কেরাত-এই বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা উপস্থাপন করে। প্রতিযোগিতা পরিচালনায় অভিজ্ঞ প্রশিক্ষক ও বিচারকরা দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বলে জানায় আয়োজকরা। নিজেদের সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে অংশগ্রহণকারীরাও। প্রতিযোগিতার মাধ্যমে উপজেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তীতে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও সৃজনশীলতা উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।
ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করা এবং সেই প্রতিভাকে জাতীয় পর্যায়ে তুলে ধরা। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ছাড়াও শ্রেষ্ঠ শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। তিনি আরও জানান, প্রতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এ ধরনের আয়োজন করা হয়। এবছর ভোলা সদরের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা চারটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতা শেষে চূড়ান্ত বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
