মনপুরায় পুকুরে ডুবে শিশুর মৃ-ত্যু

স্টাফ রিপোর্টার ॥ ভোলার মনপুরা উপজেলায় পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম আরিশা আক্তার মিশ্রু (১ বছর ৮ মাস)। সে ২নং হাজিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোনারচর গ্রামের মাওলানা নাজিম উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে আরিশা অসাবধানতাবশত পাশের বাড়ির একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পানিতে ডুবে ভেসে উঠলে স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের মাঝে চলছে আহাজারি।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে, তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় বাড়ির আশপাশের পুকুর ও জলাশয়গুলোতে আরও সতর্কতা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।