স্টাফ রিপোর্টার ॥ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে পড়া উপকূলীয় মৎস্যখাত রক্ষায় ‘স্মার্ট ফিসারিজ’ উপ-প্রকল্পের আওতায় Climate Vulnerability and Climate Resilient RECP বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) স্মার্ট ফিসারিজ উপ-প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে। বুধবার (৭ জানুয়ারি) ভোলার চরফ্যাশন উপজেলার জিজেইউএস হাজিরহাট শাখা কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ এবং দুলারহাট মডেল কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. বাহারুল ইসলাম প্রশিক্ষণ প্রদান করেন। সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন জিজেইউএস-এর টেকনিক্যাল অফিসার তাজুল ইসলাম ও ইনভায়রনমেন্ট অফিসার মো. মোরসালিন। প্রশিক্ষণে জলবায়ু ঝুঁকি, উপকূলীয় মৎস্য উৎপাদনে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল আরইসিপি পদ্ধতি বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে ২৫ জন মৎস্যচাষি অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ উপকূলীয় মৎস্যখাতকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আরও সক্ষম করে তুলবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ