বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলন, আটক-৫

মনিরুজ্জামান ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহারিত ৩টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় ৫ জনকে আটক করা হয়। উপজেলার গংগাপুর ইউনিয়নের চরবাঘমারা এলাকার বোরহানউদ্দিন অংশে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রনজিৎ চন্দ্র দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালীন ৪ জানুয়ারি রাত পৌনে ৯টায় বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীর বাগমারা চরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মো মনির, হাসান বেপারী, মো আলমগীর, মো মিরাজ, মো মোকছেদ নামক ৫ জনকে আটক করা হয়। জব্দ করা হয় বালু উত্তোলন কাজে ব্যবহারিত ৩টি ড্রেজার। রাতে ড্রেজারগুলো আটক হলেও চর থেকে ওইগুলো সোমবার দুপুরে উপজেলা সদরে আনা হয়। জব্দকৃত ড্রেজার তিনটি সহকারী পরিচালক (বন্দর ও পরিবহণ) ভোলা নদী বন্দর, ভোলার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
এ কর্মকর্তা আরও জানান, তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে। তাই এ ধরনের অবৈধ কর্মকা-ের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এসময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বোরহানউদ্দিন থানায় নিয়মিত মামলার দায়েরর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মনিরুজ্জামান জানান, সহকারী কর্মকর্তা (ভূমি) উল্লিখিত ৫ জনকে বিবাদী করে একটি অভিযোগ পত্র দাখিল করেন। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। এসময় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টীম সার্বিক সহযোগিতা করে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।