চরফ্যাশনে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, জরিমানা

চরফ্যাশন সংবাদদাতা ॥ ভোলার চরফ্যাশনে গ্রাহক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে এক ডিলারসহ ৭ জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন। এ সময় চরফ্যাশন থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযানে চরফ্যাশন সদর এলাকার ওমেরা গ্যাসের এক ডিলারকে ১০ হাজার টাকা এবং ৭ জন খুচরা ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। এ ঘটনায় মোট ৪টি মামলা দায়ের করা হয় এবং ৮ জনকে দন্ডিত করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি এবং রাস্তার ওপর গ্যাস সিলিন্ডার রেখে ব্যবসা পরিচালনা করা আইনত দ-নীয় অপরাধ। এ বিষয়ে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
