খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ‎চরফ্যাশনে দোয়া মাহফিল

‎‎চরফ্যাশন সংবাদদাতা ॥ ‎বিএনপি চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ভোলার চরফ্যাশনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎রবিবার (৪ জানুয়ারী) বিকালে উপজেলা বিএনপি কার্যালয়ে চরফ্যাশন উপজেলা ও পৌর মৎস্য দলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
‎চরফ্যাশন উপজেলা মৎস্য দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আব্বাস কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, আসলানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক আসলামি, শ্রমিক দলের সাবেক সভাপতি মীর আজাদ, উপজেলা মৎস্য দলের সিনিয়র সহ-সভাপতি নুরে আলম জিকু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হাওলাদার, প্রচার সম্পাদক মিজানুর রহমান, পৌর মৎস্য দলের সভাপতি মোসলেউদ্দিন খান, সাধারণ সম্পাদক মাহফুজ, সিনিয়র সহ-সভাপতি নুরে আলম মুন্সিসহ অন্যান্য নেতৃবৃন্দ।‎
‎এছাড়াও চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন ও থানা মৎস্য দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নেন। দোয়া অনুষ্ঠানে উপজেলা মৎস্য দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগ বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এ দেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের আশ্রয়স্থল ছিলেন। দেশ ও জনগণের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। তার জীবন ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়াকে একজন ইসলামপ্রিয়, দেশপ্রেমিক ও আপোষহীন নেত্রী হিসেবে উল্লেখ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালাউদ্দিন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।