তজুমদ্দিনে জেলেদের মাঝে জাল ও উপকরণ বিতরণ

সাইদুল হক মুরাদ, তজুমদ্দিন ॥ ভোলার তজুমদ্দিন উপজেলায় নিবন্ধিত ক্ষুদ্র ও প্রান্তিক জেলেদের মাঝে বিনামূল্যে মাছ ধরার জাল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যনস্থাপনা প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মোঃ নাসিরউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার চাঁদপুর ইউনিয়নের নিবন্ধিত ১৫০ জন জেলের মাঝে মাছ ধরার জাল, ভাসা ও প্রয়োজনীয় অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। ভোলায় মৎস্য অধিদপ্তরের এসব উপকরণ সরবরাহ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রূপগঞ্জ সাইন্টি ফিস।
উপকরণ পেয়ে খুশি জেলেরা জানান, এসব সহায়তা তাদের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার জেলেদের জীবনমান উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ধরনের সহায়তা জেলেদের উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক স্বচ্ছলতা আনতে সহায়ক হবে। অনুষ্ঠান শেষে অতিথিরা উপকরণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন এবং জেলেদের সঙ্গে মতবিনিময় করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।